চেন্নাইয়ে বিজেপির বিক্ষোভ, আটক তামিলিসাই-সহ অনেক নেতা
চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): তাসম্যাক দুর্নীতির বিরুদ্ধে সোমবার চেন্নাইয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে আটক করা হয়েছে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন-সহ অনেক নেতাকে। তাসম্যাক দুর্নীতির অভিযোগে দলের বিক্ষোভ ও তাঁর বাসভবনের
চেন্নাইয়ে বিজেপির বিক্ষোভ, আটক তামিলসাই-সহ অনেক নেতা


চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): তাসম্যাক দুর্নীতির বিরুদ্ধে সোমবার চেন্নাইয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে আটক করা হয়েছে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন-সহ অনেক নেতাকে। তাসম্যাক দুর্নীতির অভিযোগে দলের বিক্ষোভ ও তাঁর বাসভবনের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন প্রসঙ্গে এদিন বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বলেন, একটি দেশে, যে কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকলের আছে।

তামিলিসাই সৌন্দরারাজন আরও বলেন, ইডি প্রকাশ করেছে যে, তাসম্যাক-এ ১,০০০ কোটি টাকার অনিয়ম হয়েছে এবং এই বিষয়ে, আমরা একটি শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেছি, কিন্তু তারা আমাদের ঘিরে রেখেছে। আমরা এ সবে ভয় পাই না, আমরা জনগণের জন্য লড়াই করব। বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজনের বাসভবনের বাইরে এদিন ব্যাপক হট্টগোল হয়। পরে তামিলসাই সৌন্দরারাজন-সহ অনেক নেতাকে আটক করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande