নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): ভারত ও নিউজিল্যান্ড সম্প্রসারণবাদে নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাসী। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা উভয়ই মুক্ত, উন্মুক্ত, সুরক্ষিত এবং সমৃদ্ধ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমর্থন করি। আমরা সম্প্রসারণবাদ নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাস করি। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগদানের জন্য নিউজিল্যান্ডকে আমরা স্বাগত জানাই। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। প্রধানমন্ত্রী মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের মধ্যে এদিন দ্বিপাক্ষিক বৈঠক হয়। এছাড়াও প্রতিনিধি পর্যায়ের আলোচনাও করেছেন তাঁরা। পরে প্রধানমন্ত্রী মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন দুই দেশের মধ্যে চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেছেন।
চুক্তি বিনিময়ের পর হায়দরাবাদ হাউসেই যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের একই মতামত। ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলা হোক অথবা ২৬/১১ মুম্বই হামলা, কোনও ভাবেই সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী উপাদানগুলির বিরুদ্ধে একসঙ্গে কাজ করব। নিউজিল্যান্ডে ভারত-বিরোধী কার্যকলাপ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আমরা নিশ্চিত যে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমরা নিউজিল্যান্ড সরকারের সহায়তা পাব।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ