আগামী সপ্তাহে ২ দিন ব্যাংক ধর্মঘট, প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): আগামী সপ্তাহের শুরুতেই দু'দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মী ও আধিকারিকদের নয়টি সংগঠন। ২৪ ও ২৫ মার্চ দু'দিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাংক। ফলে গ্রাহক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এটিএম সেই অর্থে বন্ধ থাকবে ন
ব্যাংক ধর্মঘট


কলকাতা, ১৭ মার্চ (হি.স.): আগামী সপ্তাহের শুরুতেই দু'দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মী ও আধিকারিকদের নয়টি সংগঠন। ২৪ ও ২৫ মার্চ দু'দিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাংক। ফলে গ্রাহক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

এটিএম সেই অর্থে বন্ধ থাকবে না বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। তবে ওই দু'দিন এটিএম খোলা থাকলেও টাকা শেষ হয়ে গেলে সেই টাকা ভরাতে আসার যে পরিষেবা, সেটা মিলবে না।

সোমবার ন’টি সংগঠনের তরফে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন (ইউএফবিইউ) একটি সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছে। এদিন সাংবাদিক সম্মেলনের নেতৃত্ব দিয়ে ইউএফবিইউ আহ্বায়ক সুদীপ দত্ত তাঁদের দাবিগুলির কথা জানিয়ে বলেন, স্থায়ী শূন্য পদে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে। পাঁচদিনের সপ্তাহ চালু করতে হবে। চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হেনস্থার হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে কর্মী আধিকারিকদের। গ্রাচুইটি বৃদ্ধি করতে হবে। লাভ করার পরেও আইডিবিআই ব্যাংক বেসরকারিকরণ করা যাবে না।

তাঁর কথায়, ধর্মঘট আমরা বাধ্য হয়ে ডেকেছি। গ্রাহকদের সমস্যা হোক এটা আমরাও চাই না। আগামীকাল কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক আছে। সেখানে আমাদের দাবি মেনে নিলে ধর্মঘট থেকে সরে আসতে পারি বলে আশা করছি। প্রস্তাবিত ধর্মঘটের দু'দিন ব্যাংক ধর্মঘট সফল করতে রাস্তায় থাকবেন ১০ লাখ কর্মী, আধিকারিক। ব্যাংকের গেটের সামনে দাবি নিয়ে প্রতিবাদ সভা হবে।

তিনি জানান, এটিএম খোলা থাকলেও তার যেসব কর্মীরা আছেন, তাঁরা আমাদের সঙ্গে ধর্মঘটে শামিল হচ্ছেন। ফলে কোনও এটিএমে টাকা শেষ হয়ে গেলে তারপর ওই দু'দিন আর নতুন করে টাকা ভরানো হবে না। সেক্ষেত্রে হয়তো খানিকটা অসুবিধার মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। তবে প্রতিবারের মতো হাসপাতাল ও রেল স্টেশনে এটিএমের ধর্মঘটের কোনও প্রভাব পড়বে না বলেই দাবি আহ্বায়কের।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande