কলকাতা, ১৭ মার্চ(হি.স.) : সোমবার দিল্লি ক্যাপিটালস আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুমের জন্য ফাফ ডু প্লেসিসকে সহ-অধিনায়ক ঘোষণা করেছে ।
৪০ বছর বয়সী ডু প্লেসিস দিল্লি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর প্রথম মরসুম খেলবেন এবং নতুন ডিসি অধিনায়ক অক্ষর প্যাটেলের ডেপুটি হবেন।
ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়ায় ডু প্লেসির নতুন ভূমিকার কথা ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ওপেনারকে ২০২৫ সালের আইপিএল নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ছেড়ে দেয়। ডু প্লেসিসকে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় কিনে নেয় ডিসি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি