মেসির গোলে ইন্টার মিয়ামি আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান দখল করেছে
ফ্লোরিডা, ১৭ মার্চ(হি.স.) : রবিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের মাধ্যমে ইন্টার মিয়ামি গত মরসুমের প্লে-অফ বিদায়ের প্রতিশোধ নেয়, এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স স্ট্যান্ডিংয়ের শীর্ষে উঠে এল। পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০
মেসির গোলে ইন্টার মিয়ামি আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান দখল করেছে


ফ্লোরিডা, ১৭ মার্চ(হি.স.) : রবিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের মাধ্যমে ইন্টার মিয়ামি গত মরসুমের প্লে-অফ বিদায়ের প্রতিশোধ নেয়, এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স স্ট্যান্ডিংয়ের শীর্ষে উঠে এল। পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০, সমান ম্যাচ খেলা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৯। আটলান্টা ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ১১ মিনিটে এগিয়ে যায় আটলান্টা। ব্রুকস লেননের ভাসিয়ে মারা বলে দারুণ হেডে ইন্টার মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন এমানুয়েল লাটে। ২০ মিনিটে আটলান্টার ডি বক্সের কাছে বারটস স্লিজের কাছ থেকে বল কেড়ে নিয়ে এক ডিফেন্ডারকে ডজ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান মেসি। ১-১ হয়ে সমতায় ফেরে মায়ামি। চলতি মরসুমে ৫ ম্যাচে এটা তার চতুর্থ গোল, লিগে ২টি।

ইন্টার মায়ামি জয়ের গোলটি পায় শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে। জর্দি আলবার অ্যাসিস্টে গোল করেন ফাফা পিকলট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande