জম্মু, ১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের ভ্রাতৃত্ববোধ অনেক শক্তিশালী। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী। সোমবার জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা উচিত। এই ষড়যন্ত্রের পিছনে যেই থাকুক না কেন, ভারত এবং জম্মু ও কাশ্মীরকে বদলে দেওয়ার তাদের ষড়যন্ত্র কখনই সফল হবে না। জম্মু ও কাশ্মীরের ভ্রাতৃত্ববোধ শক্তিশালী এবং কেউ যদি দেশের বিরুদ্ধে কিছু করে, তা সহ্য করা হবে না।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য সম্পর্কে উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে, প্রধানমন্ত্রী যদি কিছু বলে থাকেন, তাহলে তিনি অবশ্যই সাবধানতার সঙ্গে চিন্তা করেই তা বলেছেন। আমার মনে হয় না এখানে আমার প্রতিক্রিয়া জানানোর কোনও প্রয়োজন আছে। একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা পরিস্থিতি পর্যালোচনা করবে। দেখা যাক এর ফলাফল কী হয়। সবকিছু কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং এর সুপারিশ আসার পরে, আমরা সেই অনুযায়ী একটি বিবৃতি দেব।
কুপাওয়ারা এনকাউন্টার সম্পর্কে উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী বলেছেন, যারা ষড়যন্ত্রের পিছনে রয়েছে তাদের জানা উচিত, ভারত অথবা জম্মু ও কাশ্মীরকে তাদের দুর্বল করার প্রচেষ্টা কখনওই সফল হবে না। জম্মু ও কাশ্মীরের ভ্রাতৃত্ববোধ শক্তিশালী; আমরা ঐক্যবদ্ধ। দেশের বিরুদ্ধে যে কোনও কাজ সহ্য করা হবে না। দোষীদের যথাযথ শাস্তি দেওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ