মুম্বই, ১৯ মার্চ(হি.স.) : মাহেলা জয়াবর্ধনে কোনও সময়সীমা নির্দিষ্ট করেননি, তবে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ স্বীকার করেছেন যে জসপ্রীত বুমরাহ শনিবার থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ সংস্করণের প্রথম কয়েকটি খেলায় অংশ নেবেন না।
বুমরাহর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বর্তমানে ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে বুমরাহ না থাকাটা একটা চ্যালেঞ্জ। সে বিশ্বের সেরা বোলারদের একজন এবং সে বহু বছর ধরে আমাদের জন্য একজন দুর্দান্ত পেশাদার। এখন দেখতে হবে বিসিসিআই মেডিকেল টিম তার সম্পর্কে কী জানায় , মাহেলা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি