কলকাতা, ২০ মার্চ (হি.স.) : চ্যাম্পিয়নস ট্রফি জেতার পুরস্কার পেল টিম ইন্ডিয়া । টিম ইন্ডিয়াকে ৫৮ কোটি টাকা দিল বিসিসিআই। বৃহস্পতিবার বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হবে। প্রতিটি খেলোয়াড় পাবে ৩ কোটি টাকা। হেড কোচ গৌতম গম্ভীর পাবে ৩ কোটি টাকা আর সাপোর্টিং স্টাফরা পাবে ৫০ লাখ টাকা করে।
বোর্ড বৃহস্পতিবার যে বিবৃতি জারি করেছে তাতে বলা হয়েছে , ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের এই সাফল্যে খুবই আনন্দিত। তাই চ্যাম্পিয়নস ট্রফি জয়ের জন্য ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হল ভারতীয় দলকে। বোর্ড বিবৃতিতে আরও বলেছে, অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারত গোটা টুর্নামেন্টে আধিপত্য নিয়ে খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই সাফল্য বিসিসিআইকে গর্বিত করছে।
বোর্ড সভাপতি রজার বিনিও বলেছেন, ‘টানা দুটো আইসিসি ট্রফি জয় অবশ্যই কৃতিত্বের। এই জয়ে ভারত বিশ্ব ক্রিকেটে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘ক্রিকেটারদের এই পুরস্কার ঘোষণা করতে পেরে বোর্ড গর্বিত। সাদা বলের ক্রিকেটে ভারত যে অপ্রতিরোধ্য তা আবার প্রমাণ হল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি