ম্যানচেস্টার, ২০ মার্চ(হি.স.) : উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার দাপট দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার বুধবার দেখা গেল বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটির দাপট। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে জার্মান ক্লাব উলফসবার্গকে ১-৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সিলোনার মেয়েরা। আর ম্যানচেস্টার সিটির মহিলা ফুটবলাররা ২-০ গোলে হারাল চেলসিকে।
ভকসওয়াগেন এরিনায় স্বাগতিক উলফসবার্গের বিপক্ষে প্রথমার্ধে ক্যাটালিন ডাইকাস্ট্রার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইরেনে প্যারেদেস। তিন মিনিট পরই সালমা প্যারালুয়েলো গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বার্সাকে। ৭৯ মিনিটে জেনিনা মিঙ্গে উলফসবার্গের হয়ে একটি গোল শোধ করে ব্যবধান কমান। ৮৮ মিনিটে সিডনি স্কারটেনলেইব আরো একটি গোল করে বার্সার পক্ষে ৪-১ ব্যবধান করেন। ইংল্যান্ডে জো স্টেডিয়ামে বুধবার রাতে আরেকটি ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। বিবিয়ান মেইডেমা ৬০ ও ৮৮ মিনিটে জোড়া গোল করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি