উয়েফা নেশন্স লিগ: ইতালির মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়
মিলান, ২১ মার্চ (হি.স.) : ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে জার্মানির গোলে বল পাঠিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল ইতালি। কিন্তু ইতালির শেষ রক্ষা হল না। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল জার্মানি। মিলানের সান সিরোয় বৃহস্পতিবার রাতে ২-১ গোল
উয়েফা নেশন্স লিগ:  ইতালির মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জার্মানির দারুণ জয়


মিলান, ২১ মার্চ (হি.স.) : ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে জার্মানির গোলে বল পাঠিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল ইতালি। কিন্তু ইতালির শেষ রক্ষা হল না। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল জার্মানি। মিলানের সান সিরোয় বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল জার্মানরা।

ম্যাচের ৯ মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ইতালির হয়ে গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো তোনালি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ মিনিটে ১-১ করে জার্মানি। জসুয়া কিমিখের ক্রসে হেডে গোলটি করেন বরুশিয়া মনশেনগ্লাডভাখের ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট। ৭৬ মিনিটে জার্মানিকে জয়ের পথ দেখান লেয়ন গোরেটস্কা। কিমিখের ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

এই জয়ে সেমি-ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে গেল জার্মানি। রবিবার শেষ আটের ফিরতি লেগের লড়াইটি অবশ্য জার্মানদের দূর্গে। ইতালির কাছে হবে কঠিন লড়াই।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande