চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণের প্রস্তাব
চেন্নাই, ২১ মার্চ (হি.স.) : প্রাক্তন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নামে তার শহর চেন্নাইতে একটি রাস্তার নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে পিআর শ্রীজেশ এবং অনিল কুম্বলে নিজ নিজ জন্মস্থানে এই সম্মান পেয়েছেন। শুক্রবার ২০২৫ সালের চেন্না
চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণ করা হবে


চেন্নাই, ২১ মার্চ (হি.স.) : প্রাক্তন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নামে তার শহর চেন্নাইতে একটি রাস্তার নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে পিআর শ্রীজেশ এবং অনিল কুম্বলে নিজ নিজ জন্মস্থানে এই সম্মান পেয়েছেন।

শুক্রবার ২০২৫ সালের চেন্নাই–এর বাজেটে মেয়র আর. প্রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গ্রেটার চেন্নাই কর্পোরেশন কোডাম্বক্কাম জোনের ১৩৪ নম্বর ডিভিশনে রামকৃষ্ণপুরম স্ট্রিটটির নাম পরিবর্তন করে 'রবিচন্দ্রন আশ্বিন স্ট্রিট' রাখার প্রস্তাব করা হয়েছে।

ক্যারাম বল ইভেন্ট অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেডের অনুরোধের ভিত্তিতে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার প্রধান পরিচালন কর্মকর্তা, এস. কার্তিক ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদানের কথা তুলে ধরেছিলেন ।

৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের সময় ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে আসন্ন আইপিএল মরসুমে তিনি ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে অংশ নেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande