অখ্যাত হাসান নওয়াজের হাত ধরে সিরিজ বাঁচিয়ে রাখল পাকিস্তান
অকল্যান্ড, ২১ মার্চ(হি.স.) : প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর পাকিস্তান শুক্রবার তৃতীয় টোয়েন্টিতে অখ্যাত হাসান নওয়াজের হাত ধরে সিরিজ বাঁচিয়ে রাখল। শুক্রবার হারলে সিরিজও হাতছাড়া হতো। ফলে সিরিজের ফলাফল এখন ২-১। হাসান নওয়াজের ব
অখ্যাত হাসান নওয়াজের হাত ধরে সিরিজ বাঁচিয়ে রাখল পাকিস্তান


অকল্যান্ড, ২১ মার্চ(হি.স.) : প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর পাকিস্তান শুক্রবার তৃতীয় টোয়েন্টিতে অখ্যাত হাসান নওয়াজের হাত ধরে সিরিজ বাঁচিয়ে রাখল। শুক্রবার হারলে সিরিজও হাতছাড়া হতো। ফলে সিরিজের ফলাফল এখন ২-১।

হাসান নওয়াজের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করে ১৬ ওভারে ২০৫ রানের লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য এক জয় তুলে নিল পাকিস্তান, জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

টি-২০তে ২০০–র বেশি রান তাড়া করে কম ওভারে জয়ের রেকর্ড হয়েছে। আর টি-২০ ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডও হল শুক্রবার । দুই ইনিংসে মোট রান হয়েছে ৪১১।

৪৫ বলে ১০৫ রানের (১০ চার ও ৭ ছক্কা) দুর্দান্ত ইনিংস খেলেছেন নওয়াজ। তার সঙ্গে অপরপ্রান্তে থাকা অধিনায়ক সালমান আলী আগাও ৩১ বলে করেন ৫১ রান। দ্বিতীয় উইকেটে ৬১ বলে অবিচ্ছিন্ন ১৩৩ রানের ম্যাচজয়ী জুটি গড়েন নওয়াজ ও সালমান আগার।

এর আগে পাকিস্তানের আর এক ওপেনার মহম্মদ হারিস ২০ বলে ৪১ রান করেন।

নিউজিল্যান্ডের ইনিংসে বড় রান করেন মার্ক চাপম্যান। ৪৪ বলে ৯৪ রান করেন তিনি। অধিনায়ক মাইকেল ব্রাসওয়েল করেন ১৮ বলে ৩১ রান। ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় নিউজিল্যন্ড।

বল হাতে পাকিস্তানের সফল বোলার হারিস রউফ বল হাতে নেন ২৯ রানে ৩ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, আববার আহমেদ ও আব্বাস আফ্রিদি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande