নেপিদ, ২৯ মার্চ (হি.স.): মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০০২। শনিবার সে দেশের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, অন্তত ১,০০২ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। আহতের সংখ্যা প্রায় দুই হাজার। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুঃসময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। ভারত থেকে ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে শনিবার সকালেই মায়ানমারের উদ্দেশে রওনা দেয় বিমান। সাহায্যের আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
শুক্রবার সকাল থেকে পর পর ১৫ বার কেঁপেছে মায়ানমার। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭। তার পরে ১০ ঘণ্টার মধ্যে ১৪টি আফটারশক অনুভূত হয়েছে। ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি। ৭.৭ মাত্রার ভূমিকম্পের পরে কয়েক মিনিটের মধ্যেই সবচেয়ে শক্তিশালী আফটারশকটি হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৭। উভয়ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এই দুই কম্পনেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর আরও বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ