করাচি, ৩১ মার্চ (হি.স.): মায়ানমার, টোঙ্গার পর এ বার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। সোমবার বিকেলে কম্পন অনুভূত হয় পাকিস্তানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৭। জানা গিয়েছে, এ দিনের কম্পনের উৎসস্থল ছিল বালুচিস্তান থেকে ৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থিত উথাল শহর। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। হতাহতেরও কোনও খবর নেই। করাচির বহু বাসিন্দাই এদিন কম্পন টের পেয়েছেন। পাকিস্তানে এখন ইদের উৎসব চলছে। তার মধ্যেই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ