চট্টগ্রাম, ২ এপ্রিল (হি.স.): বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ৭টা নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার সকালে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একটি মেয়ে শিশু-সহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ