কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): কয়েকদিন ধরেই বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন নিয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নাম বদলেই গেল। শুক্রবার এর উল্লেখ করে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
সামাজিক মাধ্যমে তসলিমা লিখেছেন, “ইউনুস বাহিনী দেশের কোনও মঙ্গল চায় না বলে মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি ডিলিট করে দিয়েছে। এসবে আর অবাক হচ্ছি না। শুনেছি একজন অসুস্থ মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করেছে ইউনুস বাহিনী।
ইউনুস সাহেব তাঁর সাঙ্গপাঙ্গকে দিয়ে চারদিকে বলাচ্ছেন যে তাঁরা ইউনুস সাহেবকে আরও ৫ বছর ক্ষমতায় চাইছেন। আসলে ক্ষমতায় থাকতে চাইছেন ইউনুস। নির্বাচন দিলে ক্ষমতা চলে যাবে বলে নির্বাচন দিতে চাইছেন না।
চরম চরম অপরাধ করেও ইউনুস সাহেব কোনও ভয় পাচ্ছেন না। কারণ তিনি নাস্তিক। তিনি জানেন পরকাল বলে কিচ্ছু নেই। আল্লাহ বলে কিচ্ছু নেই। শাস্তি টাস্তি বিচার টিচার বলে কিচ্ছু নেই। মরণের আগ পর্যন্ত তিনি শাহেনশাহ হয়ে থাকতে চান। আমার মতো আদর্শবান বা মানববাদী নাস্তিক নন ইউনুস। তিনি আদর্শহীন নাস্তিক। সে কারণে স্বার্থটাই দেখছেন, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে তিনি নারাজ।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত