নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : নিষিদ্ধ পদার্থ মিথাইলটেস্টোস্টেরনের জন্য ইতিবাচক পরীক্ষার পর শনিবার জাতীয় ডোপিং-বিরোধী সংস্থা (নাডা) জ্যাভলিন থ্রোয়ার ডিপি মানুকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে। ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন এবং বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন, ২৫ বছর বয়সী মানুকে ২০২৪ সালের এপ্রিলে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ১-এর সময় পরীক্ষা করা হয়েছিল যেখানে তিনি ৮১.৯১ মিটার থ্রো করে প্রতিযোগিতাটি জিতেছিলেন।
নাডা তার নমুনায় অ্যানাবলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডের চিহ্ন খুঁজে পেয়েছে। পঞ্চকুলায় জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আগে নাডা তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। নাডার অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল কর্তৃক প্রকাশিত অনুমোদিত ক্রীড়াবিদদের সর্বশেষ তালিকা অনুসারে, মনুর মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ৩ মার্চ ঘোষণা করা হয়েছিল। তার নিষেধাজ্ঞা ২৪ জুন, ২০২৪ থেকে পূর্ববর্তী সময়ে শুরু হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি