কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি আরেকটি রেকর্ড গড়লেন। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের আইপিএলে সর্বাধিক ৫০-এর বেশি রানের রেকর্ডের সমান হলেন। বিরাট এবং ওয়ার্নার উভয়েরই যথাক্রমে ২৫০ এবং ১৮৪ ইনিংসে ৬৬টি ৫০-এর ইনিংস রয়েছে। এই মরশুমে আরসিবির এই অভিজ্ঞ ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে আছেন। তিনি তাঁর ষষ্ঠ ইনিংসে তৃতীয় ৫০-এর বেশি রানের ইনিংস খেললেন। টি-২০ তে মোট ১০০টি অর্ধশতরান আছে তাঁর।
আইপিএলে সর্বাধিক ৫০-এর বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা :
ডেভিড ওয়ার্নার - ৬৬ (১৮৪টি ইনিংস)
বিরাট কোহলি - ৬৬ (২৫০ ইনিংস)
শিখর ধাওয়ান - ৫৩ (২২১ ইনিংস)
রোহিত শর্মা - ৪৫ (২৫৬ ইনিংস)
কেএল রাহুল- ৪৩ (১২৬ ইনিংস)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি