আইপিএলে সর্বাধিক অর্ধশতরান, ওয়ার্নারের রেকর্ডের সমান হলেন বিরাট কোহলি
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি আরেকটি রেকর্ড গড়লেন। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডেভিড ওয়ার
আইপিএলে সর্বাধিক অর্ধশত রান, ওয়ার্নারের রেকর্ডের সমান হলেন বিরাট কোহলি


কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি আরেকটি রেকর্ড গড়লেন। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের আইপিএলে সর্বাধিক ৫০-এর বেশি রানের রেকর্ডের সমান হলেন। বিরাট এবং ওয়ার্নার উভয়েরই যথাক্রমে ২৫০ এবং ১৮৪ ইনিংসে ৬৬টি ৫০-এর ইনিংস রয়েছে। এই মরশুমে আরসিবির এই অভিজ্ঞ ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে আছেন। তিনি তাঁর ষষ্ঠ ইনিংসে তৃতীয় ৫০-এর বেশি রানের ইনিংস খেললেন। টি-২০ তে মোট ১০০টি অর্ধশতরান আছে তাঁর।

আইপিএলে সর্বাধিক ৫০-এর বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা :

ডেভিড ওয়ার্নার - ৬৬ (১৮৪টি ইনিংস)

বিরাট কোহলি - ৬৬ (২৫০ ইনিংস)

শিখর ধাওয়ান - ৫৩ (২২১ ইনিংস)

রোহিত শর্মা - ৪৫ (২৫৬ ইনিংস)

কেএল রাহুল- ৪৩ (১২৬ ইনিংস)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande