স্কোয়াশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এশিয়া বাছাইপর্বের সেমিফাইনালে প্রবেশ করেছেন ভারতের বীর ছোটরানি
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : শুক্রবার ভারতের ফেভারিট মহম্মদ সায়ফিক কামালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাইং ইভেন্টের (এশিয়া) সেমিফাইনালে উঠেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় বীর ছোটরানি। দ্বিতীয় বাছাই ছোটরানি ষষ্ঠ বাছাই প্রতিপক্ষকে ৯-১১, ১১-৬, ১১-
স্কোয়াশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এশিয়া বাছাইপর্বের সেমিফাইনালে প্রবেশ করেছেন ভারতের বীর ছোটরানি


নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : শুক্রবার ভারতের ফেভারিট মহম্মদ সায়ফিক কামালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাইং ইভেন্টের (এশিয়া) সেমিফাইনালে উঠেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় বীর ছোটরানি। দ্বিতীয় বাছাই ছোটরানি ষষ্ঠ বাছাই প্রতিপক্ষকে ৯-১১, ১১-৬, ১১-৬, ১১-৭ গেমে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন।

তবে, তানভি খান্না কোয়ার্টার ফাইনালে হংকংয়ের হেলেন ট্যাংয়ের কাছে ৫-১১, ৬-১১, ১২-১০, ৯-১১ ব্যবধানে হেরে মহিলা একক প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। তানভি আগের ম্যাচে হংকংয়ের শীর্ষ বাছাই এন চিং চেংকে হারিয়েছিলেন। টুর্নামেন্টের বিজয়ীরা ৯ থেকে ১৭ মে শিকাগোতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande