কলকাতা, ১৯ এপ্রিল(হি.স.) : আগের ম্যাচে পরাজয়ের পর, গুজরাট টাইটানস (জিটি) শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে। টুর্নামেন্টে তাদের হেড-টু-হেড রেকর্ডের এক ঝলক দেখে নেওয়া যাক।
আইপিএলে জিটি বনাম ডিসি হেড-টু-হেড রেকর্ড :
খেলা ম্যাচ: ৫টি
জিটি জিতেছে: ২টি
ডিসি জিতেছে: ৩টি
শেষ ফলাফল: ডিসি ৪ রানে জয়ী (এপ্রিল, ২০২৪)
আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জিটি বনাম ডিসির মুখোমুখি রেকর্ড:
খেলা ম্যাচ: ২টি
জিটি জিতেছে: ০
ডিসি জিতেছে: ২টি
শেষ ফলাফল: ডিসি ৬ উইকেটে জয়ী (এপ্রিল, ২০২৪)
আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জিটি রেকর্ড:
খেলা ম্যাচ: ১৯টি
জিতেছে: ১১টি
হার: ৮টি
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি