কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.) : দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হতাশাজনক পরাজয়ের পর, রাজস্থান রয়্যালস (আরআর) শনিবার জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। টুর্নামেন্টে তাদের হেড টু হেড রেকর্ড। আইপিএলে আরআর বনাম এলএসজি-র মুখোমুখি রেকর্ড :
খেলা ম্যাচ : ৫টি
আরআর জিতেছে : ৪টি
এলএসজি জিতেছে : ১টি
শেষ ফলাফল : আরআর ৭ উইকেটে জয়ী (এপ্রিল, ২০২৪)
আইপিএলে সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আরআর বনাম এলএসজি হেড-টু-হেড রেকর্ড:
খেলা ম্যাচ : ২টি
আরআর জিতেছে : ১টি
এলএসজি জিতেছে : ১টি
শেষ ফলাফল: আরআর ২০ রানে জয়ী (মার্চ, ২০২৪)
আইপিএলে সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আরআর রেকর্ড :
খেলা ম্যাচ : ৬৩টি
জিতেছে : ৪২টি
হার : ২১টি
সর্বোচ্চ স্কোর – হায়দরাবাদ বনাম রাজস্থান ২১৭/৬ (মে, ২০২৩)
সর্বনিম্ন স্কোর – আরআর বনাম আরসিবি ম্যাচে রাজস্থান ৫৯/১০ (মে, ২০২৩)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি