গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ক্রোয়েশিয়ার প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার নিকোলা পোক্রিভাক
জাগরেব, ১৯ এপ্রিল(হি.স.) : ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন (এইচএনএস) জানিয়েছে, শুক্রবার মধ্য ক্রোয়েশিয়ার কার্লোভাচে এক গাড়ি দুর্ঘটনায় ক্রোয়েশিয়ার প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় নিকোলা পোক্রিভাক মারা গেছেন। তার বয়স ছিল ৩৯। এইচএনএস জানিয়েছে যে ৪
গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ক্রোয়েশিয়ার প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার নিকোলা পোক্রিভাক


জাগরেব, ১৯ এপ্রিল(হি.স.) : ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন (এইচএনএস) জানিয়েছে, শুক্রবার মধ্য ক্রোয়েশিয়ার কার্লোভাচে এক গাড়ি দুর্ঘটনায় ক্রোয়েশিয়ার প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় নিকোলা পোক্রিভাক মারা গেছেন। তার বয়স ছিল ৩৯। এইচএনএস জানিয়েছে যে ৪ টি গাড়ির সংঘর্ষে অন্য গাড়ির আরও একজন নিহত হয়েছেন। পোক্রিভাক চতুর্থ স্তরের ক্লাব এনকে ভোজনিকের ৩ সতীর্থের সঙ্গে একটি গাড়িতে ছিলেন, যারা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

প্রাক্তন দিনামো জাগ্রেব মিডফিল্ডার পোক্রিভাক ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন, ১৫টি ম্যাচ জিতেছেন। তিনি লিগ ওয়ানের দল এএস মোনাকো এবং অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবার্গের হয়েও খেলেছেন। এইচএনএস সভাপতি মারিজান কুস্টিক বলেছেন, আমরা যখন একটি তরুণ জীবন হারিয়েছি, তখন এমন মর্মান্তিক এবং অকল্পনীয় দুঃখের মুহূর্তে সান্ত্বনার ভাষা খুঁজে পাওয়া অসম্ভব, এইচএনএস এক বিবৃতিতে বলেছে। এই অপূরণীয় ক্ষতির জন্য আমি নিকোলার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি। এইচএনএস এবং ক্রোয়েশিয়ান ফুটবল পরিবার এই কঠিন মুহুর্তে তাদের সঙ্গে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande