শনিবার ফুটবলার রিভাল্ডোর জন্মদিন
কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): রিভাল্ডো ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার ছিলেন। ১৯ এপ্রিল ১৯৭২ সালে ব্রাজিলের পেরেনাম্বুকো’র রেসিফেতে জন্ম গ্রহণ করেন তিনি। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদোর শনিবার ৫৩তম জন্মদিন। আক্রমণে রোনাল্ডো, রোনাল্ডিনহোর
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদোর আজ জন্মদিন


কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): রিভাল্ডো ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার ছিলেন। ১৯ এপ্রিল ১৯৭২ সালে ব্রাজিলের পেরেনাম্বুকো’র রেসিফেতে জন্ম গ্রহণ করেন তিনি। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদোর শনিবার ৫৩তম জন্মদিন। আক্রমণে রোনাল্ডো, রোনাল্ডিনহোর সঙ্গে মিলে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তিনি প্রধানত একজন আক্রমণকারী মধ্য মাঠের খেলোয়াড়, কিন্তু দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলতেন।

১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলে ৭৪ টি ম্যাচ গোল করেছেন ৩৫ টি ও ৫৫৩ ক্লাব ম্যাচে ২৪৯টি গোল করেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডিও আর জয়ী ৯ জন খেলোয়াড়ের একজন তিনি। ১৯৯৮ ও ২০০২ সালে ফিফা বিশ্বকাপ অল স্টার দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande