চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহারের পর মোহনবাগান সুপার কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে
কলকাতা, ১৮ এপ্রিল(হি. স.) : মোহনবাগান সুপার জায়ান্ট কলিঙ্গ সুপার কাপ ২০২৫ কোয়ার্টার ফাইনালে বাই পেয়েছে, কারণ তাদের ১৬ নম্বর রাউন্ডের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে। চার্চিল ব্রাদার্স এফসি গোয়ার কলিঙ্গা সুপার কাপ ২
চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহারের পর মোহনবাগান সুপার কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে


কলকাতা, ১৮ এপ্রিল(হি. স.) : মোহনবাগান সুপার জায়ান্ট কলিঙ্গ সুপার কাপ ২০২৫ কোয়ার্টার ফাইনালে বাই পেয়েছে, কারণ তাদের ১৬ নম্বর রাউন্ডের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে। চার্চিল ব্রাদার্স এফসি গোয়ার কলিঙ্গা সুপার কাপ ২০২৫ থেকে প্রত্যাহারের কারণে, ২০ এপ্রিল রাত ৮ টায় মোহনবাগান এসজি-র বিরুদ্ধে তাদের রাউন্ড অফ ১৬ ম্যাচটি বাই হিসেবে ঘোষণা করা হবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে।

প্রধান কোচ জোসে মোলিনার অধীনে মেরিনার্স ঘরোয়া টুর্নামেন্টে ডাবল জয়লাভ করে, এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শিল্ড এবং কাপ জিতেছে। সুপার কাপের ড্র তে মোহনবাগানের সঙ্গে চার্চিল ব্রাদার্সের খেলা পড়ে ছিল। তবে চার্চিল এবং ইন্টার কাশির মধ্যে আই-লিগ বিজয়ীর সিদ্ধান্ত এআইএফএফ আপিল কমিটিতে চলমান থাকায়, গোয়ান দল টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মোহনবাগান বাই পেল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande