ওয়ার্ল্ড ম্যাচপ্লে বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে পঙ্কজ আডবাণী রৌপ্যপদক জিতেছেন
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): শনিবার নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ম্যাচপ্লে বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে পঙ্কজ আডবাণী রৌপ্য পদক জিতেছেন। ফাইনালে ডেভিড কউজিয়ারের কাছে সামান্য ব্যবধানে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের সবচেয়ে সম্মানিত কিউইস্
ওয়ার্ল্ড ম্যাচপ্লে বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে পঙ্কজ আদভানি রৌপ্য পদক জিতেছেন


নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): শনিবার নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ম্যাচপ্লে বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে পঙ্কজ আডবাণী রৌপ্য পদক জিতেছেন। ফাইনালে ডেভিড কউজিয়ারের কাছে সামান্য ব্যবধানে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের সবচেয়ে সম্মানিত কিউইস্ট পঙ্কজ আডবাণীকে।

উভয় খেলোয়াড়ই তীব্র লড়াই করেছিল। কিন্তু ব্রিটিশ খেলোয়াড় ৮-৭ ব্যবধানে ফাইনাল ম্যাচটি জিতে নেয়।

রবিবার থেকে শুরু হচ্ছে আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। আডবাণী সেখানে তাঁর শিরোপা ধরে রাখার চেষ্টা করবেন, যা তিনি ২০১৬ সাল থেকে জিতে আসছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande