নববর্ষের আবাহনে মেতেছে বাংলা, বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): পয়লা বৈশাখে আনন্দে মেতেছে আট থেকে আশি। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২-এর আগমণ। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আব
নববর্ষের আবাহনে মেতেছে বাংলা, বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): পয়লা বৈশাখে আনন্দে মেতেছে আট থেকে আশি। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২-এর আগমণ। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা।

মঙ্গলবার সকাল থেকেই কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম হয়েছে। পুজো দেওয়ার লম্বা লাইন চোখে পড়েছে বিভিন্ন মন্দিরের সামনে। বৈশাখী আনন্দে মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গই। নতুন আশা-নতুন উদ্দীপনায় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২-কে। পশ্চিমবঙ্গের সর্বত্রই আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। হয়েছে বর্ণিল শোভাযাত্রা-সহ সাংস্কৃতিক নানা আয়োজন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande