খড়গপুর, ২০ এপ্রিল (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে সামলাতে পারছেন না। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার অনেদন রেখেছেন, মিঠুনের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, অনেকে নানা কথা বলছেন, কিন্তু পরিস্থিতি দেখে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সামলাতে পারছেন না। রাষ্ট্রপতি শাসন ছাড়া মানুষের জীবন ও সম্পত্তি নিরাপদ থাকবে না এবং বাংলায় কোনও প্রকৃত পরিবর্তন আসবে না। গুন্ডা ও অস্ত্র ব্যবহার করে নির্বাচন জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি রাজ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেছেন, তিনি কোনও কাজ করেন না, কোনও কিছু সামলাতে পারেন না এবং যখন কোনও ভুল হয় তখন অন্যদের দোষারোপ করেন। এখন মানুষ বুঝতে পেরেছে, সত্য কথা বলার ক্ষমতা তাঁর নেই। সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী মমতাজি বাংলায় এসেছেন এবং তার আমলে রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। আক্রান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ