কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): রবিবার ব্রিগেডে জনসভা রয়েছে সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের। হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান ও সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশে।
দুপুর তিনটে থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার বেশ কিছুটা আগে থেকেই ব্রিগেডে প্রস্তুতি শুরু হয়ে যায়। ব্যবস্থাপনা খতিয়ে দেখেন গণসংগঠনের নেতারা। এদিন দুপুর দেড়টা নাগাদ ব্রিগেডের মঞ্চে গান গাইতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ