মোহনপুর (ত্রিপুরা), ২০ এপ্রিল (হি.স.) : প্রেমিক যুগলের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার অধীন মোহনপুরের কৃষ্ণপুর চা বাগানে৷ নিহতরা হলেন অভিরাম টিলার গোপেশ মুণ্ডার স্ত্রী গায়ত্রী মুণ্ডা এবং সুন্দর টিলার বাসিন্দা সাজু সাঁওতাল৷ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷
জানা গিয়েছে, রবিবার সকালে কৃষ্ণপুর চা বাগানের লোকজন দেখতে পায় বড় একটি গাছের ডালে দুটি মৃতদেহ ঝুলে আছে৷ সাথে সাথেই এলাকাবাসী খবর দেয় সুন্দর টিলা ফাঁড়িতে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ স্থানীয়রা জানিয়েছেন, একটি কাপড়ে দু’জন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন৷
স্ত্রীর মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই কন্যা সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গায়ত্রী মুণ্ডার স্বামী গোপেশ মুণ্ডা। তিনি জানিয়েছেন, স্ত্রীর সাথে যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি তার পরিচিত নন৷ আগে কখনও তাকে দেখেননি৷ পারিবারিক কোন ঝামেলাও নেই৷ এলাকার আরও কয়েকজন জানিয়েছেন, গায়ত্রী মুণ্ডার সাথে যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে তাকে ওই এলাকায় আসাযাওয়া করতেও দেখা যায়নি৷
মৃত সাজু সাঁওতালের বাড়ির আশেপাশের লোকজন সূত্রে জানা গিয়েছে, গায়ত্রী মুণ্ডার সাথে সাজু সাঁওতালের ভালোবাসার সম্পর্ক ছিল৷ তারা সম্পর্কে বেয়াই-বেয়াইন৷ ধারণা করা হচ্ছে এক সন্তানের জননী গায়ত্রী মুণ্ডা এবং সাজু সাঁওতালের ভালোবাসার সম্পর্ক পরিবারের লোকজন মেনে নিবে না বলেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ