হাফলং (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ৭৪-তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার নতুন উদ্বোধিত উত্তর কাছাড় তথা ডিমা হাসাও স্বশাসিত পরিষদের কাস্টমারি কোর্ট ভবনে প্রথাগত আইন ও এর অনুশীলন এবং ষষ্ঠ তফশিলি (ক্ষমতা ও কার্যাবলী) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত অসম সরকারের অবসরপ্রাপ্ত সচিব রমেশ থাওসেন এবং আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী যথাক্রমে ডেসরিংদাও থাওসেন ও জিতেন ফায়েন।
কর্মশালার লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের শীর্ষ সংস্থা, ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মধ্যে কাস্টমারি আইন নিয়ে জ্ঞান বৃদ্ধি করা ও সমন্বয় সাধন করা, উপজাতিদের অনন্য রীতিনীতি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর জীবনধারা সমুন্নত ও সংরক্ষণের ওপর আলোকপাত করা। কর্মশালাটি ডিমা হাসাও স্বশাসিত পরিষদের উদ্যোগে এবং হাফলং সরকারি কলেজ সহযোগিতায় অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠিত কর্মশালায় পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য ও পরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব