গুয়াহাটি রেলস্টেশনে এইচএসডি তেল চুরির অভিযোগে আরপিএফ-এর হাতে গ্রেফতার চার
গুয়াহাটি, ৩০ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১২০৬৭ আপ-এর জেনারেটর ব্রেক ভ্যান থেকে হাই-স্পিড ডিজেল (এইচএসডি) তেল চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনীয়ে (আরপিএফ)। এসি/টিএল/গুয়াহাটির সিনিয়র সেকশন ইঞ্জিনিয়া
এইচএসডি তেল চুরির অভিযোগে আরপিএফ-এর হাতে গ্রেফতার চার


গুয়াহাটি, ৩০ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১২০৬৭ আপ-এর জেনারেটর ব্রেক ভ্যান থেকে হাই-স্পিড ডিজেল (এইচএসডি) তেল চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনীয়ে (আরপিএফ)। এসি/টিএল/গুয়াহাটির সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের তরফ থেকে পাওয়ার কার থেকে এইচএসডি তেল চুরির কথা জানানো হয়েছিল।

তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে আরপিএফ-এর অফিসার ও কর্মীরা তাৎক্ষণিকভাবে তালাশি অভিযান চালিয়ে চার চোরকে গ্রেফতার করেছেন। তাদের হেফাজত থেকে চুরিকৃত ১০ লিটার এইচএসডি তেলও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সাথে সম্পর্কিত রেলওয়ে সম্পত্তি (বেআইনি দখল) আইনের ধারা ৩ (ক), রেলওয়ে আইনের ধারা ১৫৪ এবং ১৬৪-এর অধীনে গতকাল মঙ্গলবার ০৭/২৫ নম্বরে এক মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার এক প্রেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর জানিয়েছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের গুয়াহাটিতে স্পেশাল রেলওয়ে ম্যাজিস্ট্রেট (এসআরএম)-এর এজলাসে হাজির করা হয়েছে। আরপিএফ/গুয়াহাটির ইনকোয়ারি অফিসার (ইও)-এর অনুরোধে তাদের জুডিশিয়াল কাস্টোডিতে পাঠানো হয়েছে। চার অভিযুক্তকেই কেন্দ্রীয় কারাগার, লখরা, গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

এ ঘটনা ছাড়াও রেলওয়ে প্রটেকশন ফোর্স অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। যার ফলে মার্চ মাসে ১৯ চোরকে গ্রেফতার করা হয়েছে। এপ্রিল মাসেও তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত আরও ২২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিবৃতিতে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande