বিজেপি ছাড়ার প্রশ্নই নেই, মমতা-সাক্ষাতের প্রেক্ষিতের জবাব দিলীপের
দীঘা, ১ মে (হি.স.): দলকে আবারও অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথধামে সস্ত্রীক গিয়েছেন দিলীপ ঘোষ। মন্দির পরিদর্শনের পর গল্পগুজব করতে দেখা যায় মুখ্যমন্ত্রী এবং দিলীপকে। দিলীপের এই ভূমিকা
মমতা-সাক্ষাতের প্রেক্ষিতের জবাব দিলীপের


দীঘা, ১ মে (হি.স.): দলকে আবারও অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথধামে সস্ত্রীক গিয়েছেন দিলীপ ঘোষ। মন্দির পরিদর্শনের পর গল্পগুজব করতে দেখা যায় মুখ্যমন্ত্রী এবং দিলীপকে। দিলীপের এই ভূমিকায় ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব। এমতাবস্থায় দিলীপ জানালেন, তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না।

বৃহস্পতিবার সকালে দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেই দিলীপ ঘোষ বলেছেন, ‘বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা, যাঁরা কালীঘাটের উচ্ছিস্ট খেয়েছেন, এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তাঁরা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন।’’ দিলীপের এই মন্তব্যের নিশানা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু, তা এক প্রকার স্পষ্টই বলে মনে করছে রাজনৈতিক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande