পাথারকান্দি (অসম), ১ মে (হি.স.) : আগামীকাল শুক্রবার অসমে প্রথম দফার ত্ৰিস্তরীয় পঞ্চায়েত ভোট। শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন আকাইদুম স্ট্রংরুম থেকে ভোট সামগ্রী নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। আগামীকাল ১,৭১,৫৫৪ জন ভোটার নিৰ্ধারণ করবেন ৫৯১ জন প্রার্থীর ভাগ্য।
আগামীকাল শুক্রবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ৫৪৩ জন গ্রুপ সদস্য প্রার্থী, ৪২ জন আঞ্চলিক পঞ্চায়েত এবং ছয়জন জেলা পরিষদ আসনে মোট ৫৯১ জন প্রার্থী ভোটের ময়দানে রয়েছেন। মোট ভোটার ১,৭১,৫৫৪ জন। এর মধ্যে ৮৭,০১৬ জন পুরুষ, ৮৪,৫৩৫ জন মহিলা এবং রয়েছেন তিনজন তৃতীয় লিঙ্গের। প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
পাথারকান্দি সমজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাথারকান্দির চারটি জেলা পরিষদীয় এলাকার অধীন মোট ২৪৫টি বুথ কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পাথারকান্দি বিধানসভা এলাকার জেলা পরিষদ আসনে চার ও আঞ্চলিক পঞ্চায়েত আসনে ৩০ জন সহ প্রায় শতাধিক ওয়ার্ড সদস্য নির্বাচিত করবেন ভোটাররা। এদিকে ইতিমধ্যেই দুই জেলা পরিষদ প্রার্থী ছাড়া এবং ১২ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস