আইনজীবীদের হেনস্তার ঘটনায় আদালত অবমাননা, অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ
কলকাতা, ২ মে (হি.স.): এসএসসি'র বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে তিন আইনজীবী- বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুদীপ্ত দাশগুপ্তর চেম্বারের সামনে বিক্ষোভ এবং তাঁদের উপর চড়াও হওয়ার ঘটনায় আট অভিযুক্তের নাম সামনে এলো৷ শুক্রবার কলকাতা হাইকোর্ট এই অভ
আইনজীবীদের হেনস্তার ঘটনায় আদালত অবমাননা, অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ


কলকাতা, ২ মে (হি.স.): এসএসসি'র বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে তিন আইনজীবী- বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুদীপ্ত দাশগুপ্তর চেম্বারের সামনে বিক্ষোভ এবং তাঁদের উপর চড়াও হওয়ার ঘটনায় আট অভিযুক্তের নাম সামনে এলো৷ শুক্রবার কলকাতা হাইকোর্ট এই অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দেয়৷ আইনজীবীর সঙ্গে যে আচরণ করা হয়েছে তাকে আদালত অবমাননাই হিসেবে দেখছে হাইকোর্ট৷

এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত হিসেবে আট জনের নাম আছে ৷ তাঁরা হলেন- রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপনকুমার মণ্ডল, চন্দন মৃদ্দা, শিবানী কুট্টি এবং সঞ্জয় বৈরাগী নামে আট চাকরিপ্রার্থী৷ এছাড়া অভিযোগের ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে।

গত ২৫ এপ্রিল, শুক্রবার বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় সুপার নিউমেরারি পোস্ট তৈরি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়৷ এরপরই এসএসসি-র ২০১৬ সালের প্যানেলভুক্ত শিক্ষকদের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিম-দের চেম্বারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এই আট চাকরিপ্রার্থী৷

তিন আইনজীবীর দায়ের করা মামলার জন্য ওই প্রার্থীদের নিয়োগ আটকে গিয়েছে বলে দাবি করে স্লোগান দেওয়া হতে থাকে৷ এরই সঙ্গে আইনজীবীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও তোলা হয়। ওইদিন রাতে আইনজীবীরা তাঁদের চেম্বার থেকে বেরনোর সময় আন্দোলনকারীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়৷

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের তিন সদস্যের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, ভিডিয়ো ফুটেজ দেখে এই ঘটনাকে ফৌজদারি অপরাধের সমান বলেই মনে করা হচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি ১৯ মে ৷ ওই দিন বেলা সাড়ে বারোটায় মামলা শুনবে বেঞ্চ ৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande