ভারতীয় মানক ব্যুরোর আয়োজনে সত্যজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি
কলকাতা, ২ মে (হি.স.) সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তীতে গিরীশ মঞ্চে এক বিশেষ সচেতনতা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি হয়ে গেল। এই অনুষ্ঠানের আয়োজক - ভারতীয় মানক ব্যুরো । শুক্রবার এই অনুষ্ঠানে ছিল আলোচনাসভা, স্কুল পড়ুয়াদের নিয়ে ক্যুইজ প্র
গিরীশ মঞ্চে ভারতীয় মানক ব্যুরোর তরফে শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ২ মে (হি.স.) সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তীতে গিরীশ মঞ্চে এক বিশেষ সচেতনতা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি হয়ে গেল। এই অনুষ্ঠানের আয়োজক - ভারতীয় মানক ব্যুরো । শুক্রবার এই অনুষ্ঠানে ছিল আলোচনাসভা, স্কুল পড়ুয়াদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা। সত্যজিৎ রায় এর লেখা কাহিনী মঞ্চস্থ করা হয়েছে হাতিবাগান কারুকলা মনন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায়। ভারতীয় মানক ব্যুরোর তরফে ভারপ্রাপ্ত আধিকারিক সব্যসাচী ধর সহ অন্যান্য শীর্ষ আধিকারিক ও কর্মীরা এবং অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত সহ সাংস্কৃতিক জগতের মানুষজন উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande