নয়াদিল্লি, ৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৫-এর জন্য আবেদন আহ্বান করেছে কেন্দ্রীয় সরকার। আবেদনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, এটি একটি মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের পুরস্কার, যা প্রতি বছর সারা দেশে শিশুদের ব্যতিক্রমী কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। শনিবার এক বিবৃতিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৫ বছর বয়স থেকে শুরু করে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব শিশুদের ১৮ বছর বয়স পূর্ণ হচ্ছে, তাঁদের এই পুরস্কারের জন্য মনোনীত করা যাবে। সমস্ত মনোনয়ন অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ