আগরতলা, ৩ মে (হি.স.) : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার অবনতির অভিযোগ তুলে শনিবার আগরতলায় সদর জেলা কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। কংগ্রেস কর্মী সমর্থকরা শহরের সার্কিট হাউস এলাকা থেকে একটি মিছিল বের করে বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে স্বাস্থ্য অধিকর্তার অফিসে গিয়ে ডেপুটেশন দেন।
কংগ্রেস নেতারা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার পদত্যাগ দাবি করেন। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় জিবিপি হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজে ডাক্তার এবং নার্সের তীব্র ঘাটতি রয়েছে।
নিজে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরের সংস্কারে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা তন্ময় রায়। তিনি দাবি করেন, গরীব অংশের রোগীরা প্রায়শই চিকিৎসা ছাড়াই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, পর্যাপ্ত শয্যা এবং সুযোগ-সুবিধার অভাবে হাসপাতালের করিডোরে শুয়ে থাকতে বাধ্য হন।
জেলা হাসপাতালগুলিতেও কর্মী এবং মৌলিক পরিকাঠামোর তীব্র ঘাটতি রয়েছে। রোগীরা প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা তন্ময় রায়। তিনি বলেন, অবিলম্বে যদি প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে আগামীদিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das