পূর্ব সিংভূম, ৪ মে (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের জামশেদপুরের একটি সরকারি হাসপাতালের একাংশ ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাতে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইরফান আনসারি জানান, দোষীদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না। তিনি ডেপুটি কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন।
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইরফান আনসারি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লুকাস সাইমন তিরকি, ডেভিড জনসন ও শ্রীচাঁদ তাঁতি। শ্রীচাঁদের মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য