গৃহহীন মানসিক ভারসাম্যহীন মানুষের আশ্রয় বারুইপুরে
কলকাতা, ৪মে (হি. স.): অন্তরা সোসাইটির বারুইপুর ক্যাম্পাসে গৃহহীন, মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য আশ্রয় প্রকল্প ও পশ্চিমবঙ্গের প্রথম ডিএনবি সাইকিয়াট্রির সূচনা। এই ডিএনবি সাইকিয়াট্রি প্রোগ্রামটি ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিকেল সায়েন্সের অন
বারুইপুরে অন্তরা মানসিক হাসপাতালের নতুন হোমের উদ্বোধন


কলকাতা, ৪মে (হি. স.): অন্তরা সোসাইটির বারুইপুর ক্যাম্পাসে গৃহহীন, মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য আশ্রয় প্রকল্প ও পশ্চিমবঙ্গের প্রথম ডিএনবি সাইকিয়াট্রির সূচনা। এই ডিএনবি সাইকিয়াট্রি প্রোগ্রামটি ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিকেল সায়েন্সের অনুমোদন প্রাপ্ত।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ড জন ফেলিক্স রাজ, ভাইস চ্যান্সেলর, সেন্ট জেভিয়ারস ইউনিভার্সিটি, কলকাতা, রেভারেন্ড শ্যামল বোস, বিশপ, বারুইপুর ডায়াসেস এবং রেণু চতুর্বেদী, জেনারেল ম্যানেজার, (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) কোল ইন্ডিয়া লিমিটেড প্রমুখ উপস্থিত ছিলেন ।

গৃহহীন, মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রয় প্রকল্পটি কোল ইন্ডিয়া লিমিটেডের আর্থিক সহযোগিতায় পরিচালিত হবে। অন্তরা সোসাইটির জেনারেল ম্যানেজার ড. ম্যাথিউ জন বলেন, 'অন্তরার কাজের মূল উদ্দেশ্য হল যারা সব থেকে দুর্বল ও অসহায়, তাদের জন্য কাজ করে যাও। মানসিক স্বাস্থ্যের সুস্থতার মাধ্যমে সেই সমস্ত মানুষের জীবন পরিবর্তনের উদ্দেশ্যই কাজ করে - চলেছে অন্তরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande