আগরতলা, ৪ মে (হি.স.) : ত্রিপুরায় ৫০ হাজার বাড়িতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফৎ বিজলী যোজনায় সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ২০২৭ সালের মার্চের মধ্যে। ইতিমধ্যে ২৬৬টি বাড়িতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদ্যুৎ ব্যবস্থাকে অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাই তিনি ভবিষ্যতের কথা মাথায় রেখে পুনর্নবীকরণ যোগ্য শক্তির উপর জোর দিয়েছেন। সৌরবিদ্যুতের ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফৎ বিজলী যোজনার সূচনা করেছেন। এই প্রকল্প রাজ্যেও বাস্তবায়নের লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে এখন পর্যন্ত রাজ্যে ১৮৪ জন ভোক্তা সরকারি ভর্তুকী পেয়েছেন। এই প্রকল্প স্থাপনে ৯৫ জন ব্যাঙ্ক থেকে ১ কোটি ৭৫ লক্ষ ৬৬ হাজার টাকা ঋণ পেয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ