মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শংকরদেব শিশু নিকেতনের কৃতী শিক্ষাৰ্থীদের অভিনন্দন ও সংবৰ্ধনা
মেধাবীদের ‘যুগল কিশোর ও রামদুলারী মালপানি স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান শিশুশিক্ষা সমিতি অসমের গুয়াহাটি, ৪ মে (হি.স.) : অখিল ভারতীয় শিক্ষা সংস্থান বিদ্যাভারতী পরিচালিত শিশুশিক্ষা সমিতি অসমের অধীনস্থ রাজ্যের শংকরদেব শিশু বিদ্যানিকেতনের যে সকল শিক্ষাৰ্
শংকরদেব শিশু নিকেতনের কৃতী শিক্ষাৰ্থীদের অভিনন্দন ও সংবৰ্ধনা


মেধাবীদের ‘যুগল কিশোর ও রামদুলারী মালপানি স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান শিশুশিক্ষা সমিতি অসমের

গুয়াহাটি, ৪ মে (হি.স.) : অখিল ভারতীয় শিক্ষা সংস্থান বিদ্যাভারতী পরিচালিত শিশুশিক্ষা সমিতি অসমের অধীনস্থ রাজ্যের শংকরদেব শিশু বিদ্যানিকেতনের যে সকল শিক্ষাৰ্থী এবারের (২০২৫ শিক্ষাবর্ষ) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাঁদের ‘যুগল কিশোর এবং রামদুলারী মালপানি স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান করে অভিনন্দন ও সংবৰ্ধনা জানিয়েছে শিশুশিক্ষা সমিতি অসম।

আজ রবিবার গুয়াহাটির জু-রোড বিষ্ণুপথে অবস্থিত শংকরদেব শিশু বিদ্যা নিকেতনের রজনীকান্ত দেবশৰ্মা স্মৃতি প্রেক্ষাগৃহে রাজ্যের বিভিন্ন প্ৰান্তের কৃতী ছাত্ৰছাত্ৰীদের শিশুশিক্ষা সমিতি অসমের পক্ষ থেকে অভিনন্দন ও সংবৰ্ধনা প্রদান করা হয়েছে। গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানে ৯৫ থেকে ৯৮ শতাংশ বা তাতোধিক নম্বরপ্রাপ্ত কৃতী ছাত্ৰছাত্ৰী, প্ৰথমবারের মতো ১০০ শতাংশ উত্তীৰ্ণ নিকেতনের প্ৰধান-আচার্যগণ এবং ১০০ শতাংশ প্ৰথম বিভাগে উত্তীৰ্ণ নিকেতনগুলির প্ৰধান-আচার্যদেরও আজ সংবৰ্ধনা জানানো হয়েছে।

প্ৰদীপ প্ৰজ্বলন এবং মঙ্গলাচরণের মাধ্যমে অভিনন্দন ও সংবৰ্ধনা অনুষ্ঠানের সূচনা করেন ত্ৰিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ড. গঙ্গাপ্ৰসাদ প্ৰসেন, বিদ্যাভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সভাপতি এবং রামদুলারী মালপানির পরিবার। ড. গঙ্গাপ্ৰসাদ প্ৰসেনের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্ৰাস্তাবিক ভাষণ পাঠ করেন শিশুশিক্ষা সমিতি অসমের সাধারণ সম্পাদক জগন্নাথ রাজবংশী। প্ৰদত্ত বক্তব্যে বিদ্যাভারতীর কৰ্মরাজি দেশের মানবসম্পদ নিৰ্মাণে বিশেষ অবদান রেখে চলেছে বলে তাঁর অনুভব ব্যক্ত করেন বিশিষ্ট অতিথি অবসরপ্ৰাপ্ত এয়ার ভাইস মার্শাল সঞ্জীব বরদলৈ।

প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য পেশ করেছেন অসম সরকারের উচ্চশিক্ষা দফতরের উপদেষ্টা দেবব্ৰত দাস। তিনি বলেন, সংস্কারমূলক শিক্ষা প্রদান করে ভবিষ্যত প্রজন্মকে একেকজন রাষ্ট্রবাদী, দেশভক্ত সুনাগরিক হিসেবে গড়ে তুলছে বিদ্যাভারতী। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন শিশুশিক্ষা সমিতি অসমের সভাপতি কুলেন্দ্ৰ কুমার ভাগবতী, সরোজ মালপানি।

সব বক্তাই সদ্যঘোষিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অখিল ভারতীয় শিক্ষা সংস্থান বিদ্যাভারতী পরিচালিত শিশুশিক্ষা সমিতি অসমের অধীনস্থ রাজ্যের শংকরদেব শিশু বিদ্যানিকেতনগুলির ফলাফলে সন্তোষ ব্যক্ত করেছেন। তাঁরা বলেন, অসমের জনসাধারণের মধ্যে বিদ্যাভারতীর আদর্শ এবং মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয়গুলির গুরুত্ব বহুগুণ বেড়েছে।

এদিকে শিশুশিক্ষা সমিতি অসমের প্ৰচারপ্ৰমুখ মুকুটেশ্বর গোস্বামী জানান, এবার সমিতির অন্তৰ্গত ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বিদ্যমান ৫২৯টি শিশু নিকেতনের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের ৩৩০টি বিদ্যালয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছিল মোট ৯,৯৬০ জন ছাত্রছাত্রী। উত্তীৰ্ণের হার ৯৪.০৩ শতাংশ। এর মধ্যে ১৬৮টি নিকেতনের ছাত্ৰছাত্ৰী ১০০ শতাংশ পাশ করেছে।

মুকুটেশ্বর গোস্বামী আরও জানান, ডিস্টিংশন পেয়েছে ৫৪১ জন, স্টার মাৰ্ক পেয়েছে ১,৬৭০ জন। পরীক্ষায় অবতীৰ্ণ ৯,৯৬০ জনের মধ্যে ৬,১৪৩ জন প্ৰথম বিভাগে, দ্বিতীয় বিভাগে ২,৮৫৭ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৬৫ জন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেটারমার্কস এসেছে ১২,১৮০ এবং এদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন বিষয়ে নম্বর পেয়েছে ১০০ শতাংশ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের তথ্য দিয়ে মুকুটেশ্বর জানান, অবতীর্ণ মোট ৬৯২ জনের মধ্যে পাশ করেছে ৬৫৭ জন ছাত্রছাত্রী। উত্তীর্ণের হার ৯৫ শতাংশ। তিনি জানান, ৪৪টি নিকেতনের মধ্যে ৩৪টি নিকেতনের ১০০ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীৰ্ণ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তাঁদের মধ্যে ১৯ জন ডিস্টিংশন, ৬৮ জন স্টার নম্বর পেয়েছে। উচ্চ মাধ্যমিকে ৩০০ জন প্ৰথম বিভাগে, ২৫০ জন দ্বিতীয় বিভাগে এবং ১০৭ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।

আজকের অনুষ্ঠানে বিদ্যাভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি, শিশুশিক্ষা সমিতি অসমের সভাপতি কুলেন্দ্ৰকুমার ভাগবতী, সম্পাদক জগন্নাথ রাজবংশী, সাংগঠনিক সম্পাদক নীরব ঘেলানি সহ সকল পদাধিকারী, পূর্ণকালীন ও অন্য পদমর্যাদার কাৰ্যকৰ্তাগণ মেধাবী কৃতী ছাত্রছাত্রীদের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে তাঁদের ভবিষ্যত জীবনের উত্তরোত্তর প্ৰগতি কামনা করেছেন। নিকেতনগুলির সাফল্যের অন্তরালে বিদ্যমান পরিচালন সমিতির কার্যকর্তা এবং প্ৰত্যক্ষভাবে সেবা মনোভাবে কঠোর পরিশ্ৰম করে নিষ্ঠা সহকারে ছাত্ৰছাত্ৰীদের শিক্ষা ও সংস্কার প্ৰদানকারী প্ৰধান-আচার্য সহ সকল আচার্য ও আচাৰ্যাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাঁরা।

আজকের গোটা অনুষ্ঠান পরিচালনা করেছেন বিরুবাড়ি শংকরদেব শিশুনিকেতনের প্ৰধানআচার্য অরূপ বুজরবরুয়া।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande