বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের বলে গ্রেফতার ধুবড়ির বাসিন্দাকে স্থানান্তর গুয়াহাটিতে
গুয়াহাটি, ৪ মে (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার বাসিন্দা গ্রেফতারকৃত ৩২ বছর বয়সি তপন রায় ওরফে হারাধন কোচ ওরফে মাস্টার কোচকে উচ্চস্তরের তদন্তের জন্য গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর বলে আজ রবিবার ভোরে তাকে গুয়
গ্রেফতার_প্রতিনিধিত্বমূলক


গুয়াহাটি, ৪ মে (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার বাসিন্দা গ্রেফতারকৃত ৩২ বছর বয়সি তপন রায় ওরফে হারাধন কোচ ওরফে মাস্টার কোচকে উচ্চস্তরের তদন্তের জন্য গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর বলে আজ রবিবার ভোরে তাকে গুয়াহাটিতে নিয়ে এসেছে পুলিশ।

রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ধুবড়ির আগমনি থানার অন্তর্গত ঝাপুসাবাড়ি পার্ট-১-এর বাসিন্দা জনৈক অনিলচন্দ্র রায়ের ছেলে তপন রায়কে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গুয়াহাটি ক্রাইম পুলিশ স্টেশনে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৬(২), ১৪৭ এবং ৩০৮(২) ধারায় ০২/২৫ নম্বরে এক মামলা রুজু করা হয়েছিল। পাশাপাশি ইউএপিএ-র ধারা ১০ এবং ১৩-এর অধীনেও তপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই আইনটি সাধারণত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বা বেআইনি সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য, বলেছে রাজ্য পুলিশের সূত্রটি।

তবে পুলিশের শীর্ষ আধিকারিক সূত্রটি তপন রায়কে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ এখনই জানায়নি। সূত্রটি অবশ্য বলেছে, তাকে গুয়াহাটিতে স্থানান্তর করে বিশেষ তদন্তকারী দলগুলি তার বিরুদ্ধে রুজুকৃত মামলাটি পরিচালনা করবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande