গুয়াহাটি, ২১ মে (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করবেন অসমের পুনর্বিকশিত হয়বরগাঁও রেলওয়ে স্টেশন। উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে এই দিন। এই অনুষ্ঠান অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর জাতীয় প্রবর্তনের ক্ষেত্রে একটি মাইল ফলক। কারণ প্রায় ১৫.৮৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত হয়বরগাঁও রেলওয়ে স্টেশন রাজ্যগুলিতে চিহ্নিত ৫০টি স্টেশনের মধ্যে অসমের প্রথম রেলওয়ে স্টেশন। আগামীকাল হয়বরগাঁও সহ দেশের ১০৩টি পুনর্বিকশিত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, অন্যান্য উদ্বোধনী অনুষ্ঠানের বিপরীত এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। কারণ এটি মৌলিক পর্যায়ের পরিকাঠামো রূপান্তর এবং আধুনিক সংযোগের মাধ্যমে আঞ্চলিক ব্যবধান পূরণের প্রতি প্রধানমন্ত্রীর অটল মনোনিবেশকে তুলে ধরে। হয়বরগাঁও স্টেশনের পুনর্বিকাশ কেবল প্রযুক্তিগত এবং স্থাপত্যের উন্নয়নেরই নয়, বরং উত্তরপূর্ব ভারতকে দ্রুত জাতীয় উন্নয়নের ধারায় নিয়ে আসার সরকারের অভিপ্রায়েরও প্রতীক। এটি উত্তরপূর্ব সীমান্ত রেলওেয়র পাশাপাশি অসমের জন্যও একটি গৌরবের মুহূর্ত। কারণ এটি ভারতীয় রেলওয়ের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্টেশন পুনর্বিকাশ পদক্ষেপের মধ্যে একটিতে রাজ্যের অংশগ্রহণের নেতৃত্ব দেয়।
অসমে এবিএসএস-এর অধীনে উদ্বোধন করা প্রথম স্টেশন হিসেবে হয়বরগাঁওকে নির্বাচিত করা এর কৌশলগত গুরুত্ব এবং যাত্রী-কেন্দ্রিক আধুনিকীকরণের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি সহ প্রকল্পের সফল বাস্তবায়নকে প্রতিফলিত করে। উন্নত সুযোগ-সুবিধা, উন্নত প্রবেশযোগ্যতা এবং সাংস্কৃতিক নান্দনিকতার সাথে স্টেশনটি পুনর্বিকাশের জন্য সারিবদ্ধ অসমের ৪৯টি অন্যান্য স্টেশনের জন্য একটি মানদণ্ড স্থাপন করে। প্রধানমন্ত্রী যখন আধুনিক রেল অভিজ্ঞতার এই প্রবেশদ্বারটি উদ্বোধন করবেন, তখন হয়বরগাঁও কেবল একটি স্টেশন হিসেবেই নয়, বরং অসম এবং উত্তর-পূর্বাঞ্চলের জনগণের জন্য প্রগতি, গৌরব এবং প্রতিশ্রুতির প্রতীক হিসেবেও আত্মপ্রকাশ করবে, বলা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস