কলকাতা, ২৩ মে (হি.স.): শুক্রবার দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝড়ের সম্ভাবনা। হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার পরের দু’দিনে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে রাজ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ