কলকাতা, ২৩ মে (হি.স.): অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বব্যাপী প্রচারের ভাবনাকে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে বিভিন্ন দেশে সফরকারী সর্বদলীয় প্রতিনিধিদলকে দেখে আমি আনন্দিত। আমি বার বার বলেছি, জাতীয় স্বার্থে এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় কেন্দ্রের পাশে রয়েছে।
নিরাপদে প্রতিনিধিদল ফিরে আসার পরে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার অনুরোধও জানিয়েছেন তিনি। বলেন, প্রতিনিধিদলের নিরাপদ প্রত্যাবর্তনের পর সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি। কারণ আমি বিশ্বাস করি যে, অন্য কারওর আগে এই মহান দেশের জনগণের সর্বাগ্রে অধিকার রয়েছে সাম্প্রতিক সংঘাত এবং তার পরবর্তী বিষয় সম্পর্কে অবহিত হওয়ার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ