বদরপুরঘাটে বরাক নদীর ওপর গ্যামন সেতু বন্ধ, চাপ বেড়েছে লামডিং-হাফলং-শিলচর জাতীয় সড়কে
হাফলং (অসম), ২৩ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বদরপুরঘাটে বরাক নদীর ওপর গ্যামন সেতু মেরামতির জন্য বন্ধ করে দেওয়ার জেরে লামডিং-হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের চাপ বহুগুণ বেড়ে গেছে। ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে দৈনিক চলাচল করছে সহস্রাধিক পণ্যবাহী লরি
বদরপুরঘাটে বরাক নদীর ওপর গ্যামন সেতু বন্ধ, চাপ বেড়েছে লামডিং-হাফলং-শিলচর জাতীয় সড়কে


হাফলং (অসম), ২৩ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বদরপুরঘাটে বরাক নদীর ওপর গ্যামন সেতু মেরামতির জন্য বন্ধ করে দেওয়ার জেরে লামডিং-হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের চাপ বহুগুণ বেড়ে গেছে। ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে দৈনিক চলাচল করছে সহস্রাধিক পণ্যবাহী লরি সহ বিভিন্ন বাণিজ্যিক যানবাহন। এছাড়া লামডিং-হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের অবস্থা বেহাল থাকায় ওই অংশে শত শত লরি আটকে পড়ে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।

দীর্ঘদিন থেকে হাফলং-শিলচর-জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের বিভিন্ন স্থানে সড়কের অবস্থা বেহাল থাকার দরুন এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। ওই অংশের পরিসর ছোট হওয়ার পাশাপাশি রাস্তার দুপাশে পুকুরসম গর্তের সৃষ্টি হওয়ায় অনেক সময় ওই সব গর্তে পণ্য সামগ্রী বোঝাই লরি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি করে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই সড়কপথের বিভিন্ন অংশ আরও বেহাল হয়ে পড়েছে। যার দরুন প্রতিদিন এভাবে যানজটের সৃষ্টি হচ্ছে।

বর্তমানে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত মহাসড়কের চারলেন সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে গুজরাটের দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা। কিন্তু ওই নির্মাণ সংস্থা চারলেন সড়ক নির্মাণ কাজে নিয়োজিত থাকলেও জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের বর্তমান বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কপথটি সংস্কারে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। যার দরুন ওই পথ দিয়ে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

বর্ষার আগে ওই সড়কপথটি যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে বিভিন্ন সংগঠন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কার্যত জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে হাফলং-শিলচর জাতীয় সড়ক অসমের বরাক উপত্যকা, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের জন্য এক লাইফলাইন হয়ে পড়েছে। এই অবস্থায় ভারী বর্ষায় এই সড়কপথটি যে আরও বিপজ্জনক হয়ে উঠবে তা এক প্রকার নিশ্চিত। তাই ভারী বর্ষার মরশুমে ওই সড়কপথ দিয়ে যানবাহন চলাচল করা এক প্রকার দুষ্কর হয়ে পড়বে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande