কৈলাসহর (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর থানার অন্তর্গত ধনবিলাস তেরাপাশা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে গেল উত্তেজনাপূর্ণ এক ঘটনা। স্থানীয় বাসিন্দারা গরু বোঝাই একটি গাড়ি আটক করে তাতে ভাঙচুর চালায় এবং গাড়ির চালক ও সহ চালককে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, টিআর-০২-এইচ-১৯১১ নম্বরের একটি গাড়ি ফটিকরায় এলাকা থেকে ৫টি গরু নিয়ে কৈলাসহরের দিকে আসছিল। ধনবিলাস তেরাপাশা এলাকায় পৌঁছানো মাত্রই স্থানীয়রা গাড়িটিকে থামিয়ে দেয়। এরপর উত্তেজিত জনতা গাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে এবং গাড়ির চালক নির্মল পাল ও সহ চালক দিলওয়ার হোসেনকে শারীরিকভাবে আক্রমণ করে। মারধরের ফলে উভয়েই গুরুতর আহত হন এবং বর্তমানে তাঁরা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পাচারচেষ্টার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, এখন পর্যন্ত গরুগুলির প্রকৃত মালিক হিসেবে কেউ এগিয়ে না আসায় সেগুলিকে গোশালায় পাঠানো হয়েছে। পাশাপাশি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, “ঘটনার তদন্ত চলছে। আহতদের চিকিৎসা চলছে। গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই এই পথে গরু পাচারের অভিযোগ রয়েছে, তবে এই ঘটনা পরিস্থিতিকে আরও সরব করে তুলেছে।সর্বসাধারণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das