গুয়াহাটি, ২৩ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটির মালিগাঁওস্থিত সদর দফতরের কনফারেন্স হল-এ আসন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা উপলক্ষ্যে পূর্ব-পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ শুক্রবার আয়োজিত পূর্ব-পর্যালোচনা অনুষ্ঠানে সমস্ত পিএইচওডি, এইচওডি, আধিকারিকদের পাশাপাশি ভিডিও লিংকের মাধ্যমে নিজ নিজ স্থান থেকে অংশগ্রহণকারী ডিভিশনাল আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবের সাথে প্রধান অতিথি হিসেবে চেন্নাই মেট্রোর উপদেষ্টা ডিপি দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ২৩ মে থেকে ৫ জুন (২০২৫) পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে পরিকল্পিত বিভিন্ন কার্যসূচির ওপর আলোকপাত করে রেলওয়ে কার্যক্রমে স্থায়ী পদ্ধতির তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষণ ছিল চেন্নাই মেট্রোর উপদেষ্টা ডিপি দাসের লাইভ সেশনের মাধ্যমে প্রদত্ত একটি অন্তদৃষ্টিপূর্ণ অতিথি বক্তৃতা। দাসের বক্তৃতা নগর পরিবহণ ব্যবস্থায় পরিবেশের প্রতি সচেতন পরিকল্পনার সাথে আধুনিক প্রযুক্তির একীকরণের ওপর জোর দেয়। এই সেশনে পরিবেশগত স্থায়ীত্বতার জন্য উদ্ভাবন গ্রহণের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওেয়র প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং সমস্ত জোনে নিযুক্ত আধিকারিকদের জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে।
অনুষ্ঠানটি পরিবেশগতভাবে দায়িত্বশীল রেল পরিচালনা রপ্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নিষ্ঠা পুনর্ব্যক্ত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং জলবায়ু স্থিতিস্থাপকতা, সবুজ শক্তি এবং ইকো-স্মার্ট পরিকাঠামোর তাৎপর্য সম্পর্কে এর কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস