আদালতের রায়কে স্বাগত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের
বিধাননগর, ২৩ মে (হি.স.) : আন্দোলনে নামা চাকরিহারা কোনও শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তাদের আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়ে চলতে হবে। এমন ব্যবহার করতে হবে, যাতে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান বজায় থাকে। দু’দিন ধরে চল
বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ১৬ দিনে পড়েছে


বিধাননগর, ২৩ মে (হি.স.) : আন্দোলনে নামা চাকরিহারা কোনও শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তাদের আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়ে চলতে হবে। এমন ব্যবহার করতে হবে, যাতে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান বজায় থাকে। দু’দিন ধরে চলা শুনানির পরে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিকাশ ভবনের সামনে আদালতের নির্দেশের খবর পৌঁছতে তা স্বাগত জানানো হয়েছে।

আদালতের রায়কে স্বাগত জানিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্ন নেই। ক্যানিং ট্যাংরাখালি স্কুলের সুমিত সেন ও ঘাটাল গোমরা গার্লস স্কুলের শিক্ষিকা সুব্রতা চট্টোপাধ্যায় এদিন এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর কাছে সনির্বন্ধ অনুরোধ অবিলম্বে স্বপদে বহাল করা হোক। রাজ্য সরকারের শিক্ষা বিভাগের দুর্নীতির বোঝা তাঁদের বহন করতে হচ্ছে কেন, সেই নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande