প্ৰয়াত ডিমা হাসাও জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ শ্যাম বাহাদুর ছেত্রী
হাফলং (অসম), ২১ মে (হি.স.) : চলে গেলেন ডিমা হাসাও জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ তথা ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা শ্যাম বাহাদুর ছেত্রী। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে হাফলঙের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫।
বিশিষ্ট ক্রীড়াবিদ শ্যাম বাহাদুর ছেত্রী (ফাইল ছবি)


হাফলং (অসম), ২১ মে (হি.স.) : চলে গেলেন ডিমা হাসাও জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ তথা ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা শ্যাম বাহাদুর ছেত্রী। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে হাফলঙের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী পুত্র কন্যা ও অসংখ্য গুনমুগ্ধকে।

মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। আজ বুধবার সকালে শ্যাম বাহাদুর ছেত্রীর মৃত্যুর খবর সমগ্র শহরে ছড়িয়ে পড়লে জেলার ক্রীড়া মহল সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শ্যাম বাহাদুর ছেত্রীর মৃত্যুতে ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার পতাকা অর্ধনমিত করে রেখে গভীর শোক প্রকাশ করে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়াতের পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

প্রয়াত শ্যাম বাহাদুর ছেত্রী ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি যুগ্মসচিব, ক্রিকেট সচিব এবং মৃত্যুৰ পূৰ্ব মুহূৰ্ত পৰ্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ফুটবল রেফারিও ছিলেন। তাছাড়া প্রয়াত শ্যাম বাহাদুর ছেত্রী অসম গোর্খা সম্মিলনীর প্রাক্তন সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে অসম গোর্খা স্টুডেন্টস্ ইউনিয়ন গভীর শোক প্রকাশ করে পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande